জন্ম নিবন্ধন আবেদন করুন [সম্পূর্ণ প্রক্রিয়া]

জন্ম নিবন্ধন আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া আপনি এই পৃষ্টা থেকে জানতে পারবেন। কিভাবে একটি নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হয় সেই সম্পর্কিত যাবতীয় সকল তথ্য ও প্রক্রিয়া ধাপে ধাপে দেখতে পারবেন। যা আপনাকে আবেদন প্রক্রিয়া অনেক সহায়তা করবে।

বর্তমানে জন্ম নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়াকে অনলাইনকরণ করা হয়েছ। অনলাইকরণ হওয়া কারণে জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন, জন্ম নিবন্ধন যাচাই ইত্যাদি সকল কিছু অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইট জন্ম নিবন্ধন (jonmonibondhon.org) জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল সেবা দিয়ে থাকে।

জন্ম নিবন্ধন আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র

জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু নথিপত্র (ইংরেজিতে Document) প্রয়োজন। এসব নথিপত্র ছাড়া আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন না। আবার আবেদন করলেও জন্ম নিবন্ধন আবেদন গ্রহণ করা হবে না। এসব নথি পত্রগুলো হলোঃ

  • পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ যাদের জন্ম ২০০১-২০২৫ সালের মধ্যে তাদের অবশ্যই পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। আর যাদের জন্ম ২০০০ সাল বা তার আগের তাদের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম পরিচয় পত্রের নাম্বার প্রয়োজন হবে। যেহেতু ২০০১-২০২৫ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তির জন্ম নিবন্ধন করার জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন করা প্রয়োজন তাই কোন কারণে পিতা ও মাতার জন্ম নিবন্ধন করা না থাকলে অবশ্যই তাদের আগে জন্ম নিবন্ধন করতে হবে।
  • ডাক্টারের প্রত্যয়ন পত্র বা টিকা কার্ডঃ সংযুক্তি হিসাবে আপলোড করতে হবে। ডাক্টারের প্রত্যয়ন পত্র বা টিকা কার্ড না থাকলে মেডিকেল সার্টিফিকেট ও যুক্ত করতে পারেন। কোনটি না থাকলে এড়িয়ে যেতে পারেন।
  • ঠিকানার প্রমাণপত্রঃ স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র হিসাবে বাসার ট্যাক্স রসিদ, বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি যুক্ত করতে পারেন।
  • প্রত্যয়ন পত্রঃ আপনার এলাকার কাউন্সিলার বা মেয়র সাক্ষরিত প্রত্যয়ন পত্র সংযুক্ত হিসাবে যুক করতে পারেন।

জন্ম নিবন্ধন আবেদন করার প্রক্রিয়া

সকল নথিপত্র যদি আপনার কাছে ঠিকঠাক ভাবে থাকে তাহলে আপনি সহজে নিম্নের ধাপগুলো অনুসরণ করে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। তাহলে চলুন কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া দেখে নেওয়া যাক।

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন আবেদন করার পেজে ভিজিট

আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রথমে আপনাকে https://bdris.gov.bd/br/application পেজে ভিজিট করতে হবে। এটি জন্ম নিবন্ধন আবেদন করার পেজের লিংক। পেজটিকে ওপেন করে নিন অথবা নিম্নের দেওয়া বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া শুরু করুন।

জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া শুরু করুন

ধাপ ২ঃ আবেদনের জন্য ঠিকানার ধরণ নির্বাচন

ধাপ ২ঃ আবেদনের জন্য ঠিকানার ধরণ নির্বাচন

জন্ম নিবন্ধন আবেদন করার লিংকে ভিজিট করার পর আপনি উপরের ছবির মতোন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান সেটিকে নির্বাচন করতে হবে। জন্মস্থান দিয়ে জন্ম নিবন্ধন আবেদন করতে চাইলে জন্মস্থান সিলেক্ট করবেন এবং স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাইলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তী বাটনে ক্লিক করবেন।

ধাপ ৩ঃ জন্ম নিবন্ধন আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ও ঠিকানা পূরণ

ধাপ ৩ঃ জন্ম নিবন্ধন আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ও ঠিকানা পূরণ

এবার আপনাকে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য পূরুণ করতে হবে। ফরমের দুই ধরনের তথ্য আপনাকে প্রদান করতে হবে। (১) নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি (২) জন্মস্থানের ঠিকানা। যেসকল তথ্য আপনাকে প্রদান করতে হবে সেগুলো হলোঃ

  • নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি
    • নামের প্রথম অংশ বাংলায়
    • নামের শেষ অংশ বাংলায়
    • নামের প্রথম অংশ ইংরেজিতে
    • নামের শেষ অংশ ইংরেজিতে
    • জন্ম তারিখ (খ্রিঃ)
    • পিতা ও মাতার কততম সন্তান
    • লিঙ্গ
  • জন্মস্থানের ঠিকানা
    • দেশ
    • বিভাগ
    • ডাকঘর (বাংলায়)
    • ডাকঘর (ইংরেজিতে)
    • গ্রাম / পাড়া / মহল্লা
    • গ্রাম / পাড়া / মহল্লা (ইংরেজি)
    • বাসা ও সড়ক (নাম, নম্বর)
    • বাসা ও সড়ক (নাম, নম্বর) (ইংরেজি)

প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করুন। পূরণ করা হয়ে গেলে একবার যাচাই করে নিবেন, আপনার তথ্যগুলো ঠিক আছে কি না এবং বানান শুদ্ধ আছে কি না। বানান ভুল হলে পরবর্তীতে আবার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আবেদন করে ঠিক করতে হবে। তা ভালোভাবে তথ্যগুলো যাচাই করে নিবেন এবং যাচাই করা শেষে পরবর্তী বাটনে ক্লিক করবেন।

ধাপ ৪ঃ পিতা ও মাতার তথ্য পূরণ

ধাপ ৪ঃ পিতা ও মাতার তথ্য পূরণ

এই ধাপে যার জন্ম নিবন্ধন আবেদন করবেন তার পিতা ও মাতার তথ্য প্রদান করতে হবে। যেসকল তথ্যগুলো আপনাকে দিতে হবে সেগুলো হলোঃ

  • পিতার তথ্য
    • পিতার জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বার
    • জন্ম তারিখ
  • মাতার তথ্য
    • মাতার জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বার
    • জন্ম তারিখ

জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার পর পর সার্ভার থেকে আপনা-আপনি ভাবে বাংলা নাম, ইংরেজি নাম, জাতীয়তা পূরণ হয়ে যাবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা প্রদান করুন

ধাপ ৫ঃ স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা প্রদান করুন

এবার আবেদনকারীর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। একে একে আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা প্রদান করুন। যদি আবেদনকারীর জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা অপশনে ঠিক দিয়ে দিবেন। আবার যদি স্থায়ী ঠিকানা অ বর্তমান ঠিকানা একই হয় তাহলে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই অপশনে ঠিক দিয়ে দিবে।

সকল তথ্য সঠিকভাবে প্রদান করার পর পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপের জন্য অগ্রসর হন।

ধাপ ৬ঃ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্তি হিসাবে আপলোড

ধাপ ৬ঃ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্তি হিসাবে আপলোড

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করার এই ধাপে আপনাকে জন্ম নিবন্ধন আবেদন করার প্রয়োজনীয় সংযুক্তগুলো যুক্ত করতে হবে। তবে তার আগে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক নির্বাচন করতে হবে। সম্পর্ক নির্বাচন করে নিন তারপর সংযুক্তি আপলোড করুন। সংযুক্তি গুলো ছবি (Image) আকারে প্রদান করতে হবে, ছবির ফরমেট .png, .jpg, .jpeg হতে হবে এবং ছবির সাইজ ২ মেগা বাইট (2 MB) এর বেশী হওয়া যাবে না। সংযুক্তি হিসাবে আপনি যে নথিপত্রগুলো (Documents) ব্যবহার করতে পারেন –

  • প্রত্যয়ন পত্র
  • টিকা কার্ড, মেডিক্যাল সার্টিফিকেট
  • বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি ইত্যাদি

সকল তথ্য দেওয়া হলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৭ঃ আবেদন তথ্য যাচাই করে সাবমিট

ধাপ ৭ঃ আবেদন তথ্য যাচাই করে সাবমিট

ধাপ ৬ সম্পূর্ণ করে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার প্রদান করা সকল তথ্য আপনি দেখতে পাবেন। তথ্যগুলো পুনরায় একবার চেক করে নিন যে ঠিক-ঠাক আছে কি না। সকল তথ্য ঠিক থাকলে আপনার মোবাইল নাম্বার বা ই-মেইল প্রদান করে ভেরিফিকেশন করে নিন। যেকোন একটি ভেরিফিকেশন করে নিলেই হবে। ভেরিফিকেশন শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ ৮ঃ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

ধাপ ৮ঃ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই ধাপে আপনাকে আবেদন পত্রটিকে প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রটি আপনার সামনে আসবে এবং আবেদন পত্র প্রিন্ট করার অপশন পাবেন।

পরবর্তীতে প্রয়োজনের জন্য আবেদনপত্র প্রিন্ট করে রেখে দিন অথবা PDF কপি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখুন। অবশ্যই আবেদন নাম্বারটিকে ভালো করে সংরক্ষণ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। পরবর্তীতে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করার ক্ষেত্রে এটির প্রয়োজন পড়বে।


সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদন গ্রহণ করা হলে আপনি পরবর্তীতে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। আবেদন গ্রহণ করা হলে আপনাকে আপনার দেওয়া মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জন্ম নিবন্ধন আবেদন (Birth Certificate Application) সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকবে কিংবা কোন সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ওয়েবসাইট Jonmonibondhon.org এর টিম আপনাকে আপনার প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধান দেওয়ার চেস্টা করবে।

“জন্ম নিবন্ধন আবেদন করুন [সম্পূর্ণ প্রক্রিয়া]”-এ 29-টি মন্তব্য

  1. আমার ছোট ভাই জন্ম নিবন্ধন ঠিক করব। ওর নাম ঠিকানা সব ভুল আছে। এখন এটা ঠিক করতে চায় দয়া করে আমাকে সহায়তা করুন।

    জবাব
  2. আমার জন্ম নিবন্ধন ০৬/০৩/২০১৪ তে অনলাইন করা হয়েছে। কিন্তু এখন আমি আমার জন্ম নিবন্ধন অনলাইন এ খুঁজে পাচ্ছি না. আমাকে এই বিষয়ে সাহায্য করুন

    জবাব
  3. নাম জাহিদ হাসান
    বিভাগ – খুলনা
    জেলা – সাতক্ষীরা
    উপজেলা – দেবহাটা
    আমার এটা জন্মনিবন্ধন অনলাইন করার জন্য ৩মাস আগে আমার কুলিয়া ইউনিয়ন পরিষদের থেকে আবেদন করছি দেবহাটা উপজেলা বর্তমানে আমার নিবন্ধন কোন খোঁজ নাই

    নিবন্ধন নামবার 20038712531011860
    জন্ম তারিখ -15-10-2003
    আমি এমেরিকা থাকি নিজের দেশের কথা ভাবলে খুব খারাপ লাগে কোন দেশে আমার জন্ম যে দেশে আমার নিবন্ধন ঠিক করতে আজকে ৩ মাস ১০ দিন হয়ে গেলে আমার নিবন্ধন কোন খোঁজ নাই আর বাইরের দেশ কত উন্নত usa এই নিববন্ধ ঠিক করতে হয়তো ১ ঘন্টা ও সময় লাগতো না
    দয়া করে এখানে যদি কোনো অফিসার আমার এই ম্যাসেজ টা দেখে থাকেন তাহলে আমার নিবন্ধন পেতে একটু সহায্য করবেন প্লিজ

    জবাব
  4. ০৮-০৯-২০২৫ এই তারিখে আমার ছেলের জন্য জন্ম নিবন্ধন আবেদন করেছি
    আবেদন নাম্বার 254632575 এখন এই সমাধান করতে কতদিন সময় লাগবে এবং জন্ম নিবন্ধন নাম্বার কই পাবো কিভাবে বের করতে হবে জানাবেন।

    জবাব
  5. আসসালামু আলাইকুম ভাই নিবন্ধনটা অনলাইন হয় নাই এটা সমাধান চাই আইডেন্টি কার্ড বানানোর উপায় উপকার করেন ভাই আমারটা অনলাইন এখনো হয় নাই

    জবাব
  6. আমি জন্ম নিবন্ধনের ফাইল সংযোজন হচ্ছে না।শুধু Error message আসে। ছবিগুলো 60-70 KB তে আছে। ছবিগুলো upload হচ্ছে কিন্তু সাবমিট করার সময় দেখাচ্ছে “আপনি প্রয়োজনীয় ফাইল আপলোড করেননি”(Error message)। বারবার চেষ্টা করেও হচ্ছে না।
    বি.দ্র: আমি যে ফাইলগুলো সংযোজন করেছি (upload হয়েছে কিন্তু সাবমিট হয়নি) তা হলো–
    ১)বাচ্চার টিকার কার্ড
    ২)বাবা-মায়ের পরিচয়পত্র
    ৩)কর রশিদ
    এমতাবস্থায় আমি কি করতে পারি পরামর্শ দিলে উপকৃত হতাম।

    জবাব

মন্তব্য করুন