জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন যাচাই কপি অত্যন্ত প্রয়োজনীয় একটি সনদপত্র। বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে। এটি শুধুমাত্র একটি সনদপত্র নয়, বরং নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক সুবিধা পাওয়ার প্রথম ধাপ। আমাদের ওয়েবসাইটের এই পৃষ্টা থেকে আপনি জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ প্রক্রিয়াও জানতে পারবেন। যা আপনার জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করার প্রক্রিয়াকে অনেক সহজ করবে।

জন্ম নিবন্ধন যাচাই কপি

জন্ম নিবন্ধন যাচাই কপি মূলত জন্ম নিবন্ধন সনদের আসল কপি। যেখানে যার জন্ম নিবন্ধন তার সকল জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া থাকে। নাম, জন্ম তারিখ, ঠিকানা, পিতা ও মাতার নাম ইত্যাদি। আর এই কপি ডিজিটাল ভার্সন PDF আকারে ডাউনলোড করে নেওয়া যায়। পরবর্তীতে PDF কপি প্রিন্ট করেও নেওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে এই যাচাই কপির ব্যবহারযোগ্যতা রয়েছে। প্রিন্ট করে ব্যবহার করা ছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি PDF আকারে ডিজিটাল ভার্সন হিসাবে সংরক্ষণ করেও রাখা যাবে।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড PDF

আমাদের ওয়েবসাইট Jonmonibondhon.org আপনাকে জন্ম নিবন্ধন যাচাই করার পাশাপাশি জন্ম নিবন্ধনের যাচাই কপির পিডিএফ (PDF) ডাউনলোড করারও সুযোগ দেয়। তবে যাচাই কপি ডাউনলোড করার আগে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই করার পর আপনার জন্ম নিবন্ধনটি যদি সঠিক হয় অর্থাৎ এর যদি অনলাইন কপি থাকে তাহলে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। মাত্র তিনটি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে জন্ম নিবন্ধন অনলাইন/ যাচাই কপি ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ধাপে ধাপে জেনে নেই।

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই আপনাকে আমাদের মূল ওয়েবসাইট JonmoNibondhon.org তে গিয়ে করতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি যে জন্ম নিবন্ধনটি অনলাইন যাচাই করতে চান সেই জন্ম জন্ম নিবন্ধনটির ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ YYYY-MM-DD ফরমেটে প্রদান করতে হবে। আমাদের আরেকটি জন্ম নিবন্ধন যাচাই করার সার্ভার ফরম রয়েছে যদি সেই ফরমটি থাকে কার্যকর থাকে তাহলে জন্ম তারিখ দেওয়ার প্রয়োজন পরবে না।

যাচাই ফরম ১ঃ জন্ম নিবন্ধন যাচাই ফরম ১ দেখতে নিম্নের ছবির মতোন। এই ফরমটির মাধ্যমে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। কোন জন্ম তারিখ দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে সাধারণত আমাদের সার্ভারে সাধারণত যাচাই ফরম ২ সচল থাকে। কোন কারণে যাচাই ফরম ২ এ সমস্যা হলে ব্যাকআপ সার্ভার হিসাবে এটিকে সচল করা হয়।

জন্ম নিবন্ধন যাচাই ফরম ১

যাচাই ফরম ২ঃ যাচাই ফরম ১ ও ২ দুটিই দেখতে একই রকম। তবে যাচাই ফরম ২ এ আপনাকে অবশ্যই জন্ম তারিখ প্রদান করতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দুটিই প্রদান না করলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না।

জন্ম নিবন্ধন যাচাই ফরম ২

প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার পর অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলে আপনার কাছে ফলাফল চলে আসবে। ফলাফল থেকে আপনি জানতে পারববে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিক কি না। যদি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিক হয় তাহলে আপনি অনলাইন কপি ডাউনলোড করার অপশন পেয়ে যাবে। অপশনটি চলে আসলে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া সম্পর্কে মূল পৃষ্টায় বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।

ধাপ ২ঃ ডাউনলোড অপশন ক্লিক

এবার আমাদের জন্ম নিবন্ধন ডাউনলোড করার পালা। প্রথম ধাপ সম্পন্ন করলে আপনি এই পৃষ্টায় নিচের স্কিশনটের মতোন জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ ও সাথে ডাউনলোড অপশনটি দেখতে পারবেন। এবার আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে পরবর্তী ধাপ সম্পন্ন করে জন্ম নিবন্ধন অনলাইন/ যাচাই কপিটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড অপশনে ক্লিক করুন

ধাপ ৩ঃ PDF ডাউনলোড

ডাউনলোড অপশনে ক্লিক করার পর নতুন একটি পৃষ্টা আসবে। এই পেজে শুধুমাত্র নিরাপত্তার উদ্দেশ্যে ক্যাপচার পূরণ করে সাবমিট করতে হবে। তবে আপনি যদি জন্ম তারিখ ছাড়া শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করেন তাহলে এই পেজে ক্যাপচার এর পাশাপাশি জন্ম তারিখও প্রদান করতে হবে। কেননা, জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করার জন্য সঠিক জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান করার বাধ্যতামূলক। সাথে নিরাপত্তার জন্য ক্যাপচারও সমাধান করতে হবে।

ক্যাপচার সমাধান করুন

ক্যাপচার সমাধান করার খুব সহজ। আপনি জন্ম তারিখ প্রদান করার ইনপুট বক্স এর নিচে একটি গাণিতিক হিসাব দেখতে পারবেন। সেই গাণিতিক হিসাব সমাধান করতে The answer is ইনপুট বক্সে বসাতে হবে। সকল ইনপুট বক্স পূরণ হলে এখন আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে। সকল তথ্য সঠিক হলে আপনার জন্ম নিবন্ধনের যাচাই কপিটি আপনার সামনে চলে আসবে।

ctrl+p একসাথে চাপুন

এখন আপনাকে কম্পিউটারে CTRL+P একসাথে চেপে ধরতে হবে। চাপার সাথে সাথে আপনার কম্পিউটারের স্কিনে একটি উইন্ডো ওপেন হবে। এখন Save as pdf সিলেক্ট করে জন্ম নিবন্ধন যাচাই কপিটির PDF ডাউনলোড করে নিন।

PDF ডাউনলোড/ সেভ করুন

আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারের তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর Share নামক একটি অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। Share অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার Print নামক একটি অপশন রয়েছে। এবার সেখান ক্লিক করুন। ক্লিক করার আপনি PDF টি প্রিন্ট করার অপশন পাবেন। যেহেতু আমরা প্রিন্ট করব না বরং ডাউনলোড করব তাই সেই পৃষ্টার তিন ডট মেনুতে ক্লিক করে Save as PDF এ ক্লিক করে PDF টি সেভ করে নিব। সেভ করার পর পিডিএফ কপিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।


এভাবে আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই কপি PDF হিসাবে আপনার ডিভাইসে সেভ করে নিতে পারবে। জন্ম নিবন্ধন PDF হিসাবে সেভ করার পর আপনি চাইলে সেটিকে প্রিন্ট করেও রাখতে পারবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র পিডিএফ কপিটিও ব্যবহার করতে পারেন।