জন্ম নিবন্ধন (Jonmo Nibondhon) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারী নথিপত্র। বর্তমানে জন্ম নিবন্ধন যাচাই প্রক্রিয়াটি অনলাইনকরণ করা হয়েছে। ফলে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই, আবেদন, সংশোধন, পুনঃ মুদ্রন, বাতিল করা যায়। জন্ম নিবন্ধন (Jonmonibondhon.org) ওয়েবসাইট থেকে সহজেই এসকল সেবা পাওয়া যাবে।
জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ জানা থাকলে জন্ম নিবন্ধন যাচাই সেবাটি আপনি বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। আর, জন্ম নিবন্ধন অনলাইন যাচাই প্রক্রিয়া হওয়ায় জেনে নিতে পারবেন জন্ম নিবন্ধনটি আসল কি না কিংবা জন্ম নিবন্ধনটির অনলাইন কপি রয়েছে কি না।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
জন্ম নিবন্ধন সম্পর্কিত প্রায় সকল সেবা অনলাইনকরণ করা হয়েছে। আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এটি খুব সহজেই করতে পারবেন। এজন্য শুধু আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন তারিখটি জানা থাকতে হবে।
জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন তারিখ জানা থাকলে আপনি এক মিনিটেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে ফেলতে পারবেন। কিভাবে যাচাই করবেন চলুন এবার প্রক্রিয়াটি দেখে নেই।
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যা যা লাগবেঃ
- জন্ম নিবন্ধন নাম্বার
- জন্ম তারিখ
জন্ম নিবন্ধন (jonmonibondhon.org) ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথেই আপনি একটি ফরম দেখতে পেয়েছেন। এই ফরমে আমাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলে ফলাফল দেখতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনেকেই আছেন যারা অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। তারা এই ধাপে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে জনাতে পারবেন। প্রয়োজনীয় ছবি এবং বর্ণনার সাথে দেখানো হবে কিভাবে আপনি যাচাই করবেন। প্রক্রিয়াটি শুরু করার আগে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বের করে রাখুন।
ধাপ ১ঃ জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন

jonmonibondhon.org ওয়েবসাইট/ আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের ছবির মতোন একটি ইন্টারফেস দেখতে পেয়েছে। এখানে প্রথম ইনপুট বক্সে আমাদেরকে জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে।

ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন কপি এর নাম্বার ১৭ ডিজিটের হয়ে থাকে। আপনার কাছে থাকা জন্ম নিবন্ধন যদি ১৭ ডিজিটের না হয় তাহলে বুঝে নিন আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি অনলাইন নয়। আপনার কাছে থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি ইনপুট বক্সে প্রদান করুন। উদাহরণঃ 19860915428117351।
ধাপ ২ঃ জন্ম তারিখ প্রদান করুন

জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হলে পরবর্তীতে আপনাকে জন্ম নিবন্ধন তারিখ প্রদান করতে হবে। তবে জন্ম তারিখ একটি নির্দিষ্ট ফরমেট মেনে প্রদান করতে হবে। জন্ম তারিখ দেওয়ার ফরমেট হলো YYYY-MM-DD। জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd জন্ম তারিখ এই ফরমেট মেনে জন্ম তারিখ সংখ্যায় দিতে হবে। উদাহরণঃ 2002-01-22।
আমাদের আর একটি জন্ম নিবন্ধন যাচাই ফরম রয়েছে। যদি সেটি সচল থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দেওয়া ইনপুট বক্সটি বন্ধ দেখতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
জেনে নিনঃ এখানে YYYY মানে হচ্ছে বছর, যেমনঃ 2022। MM মানে হচ্ছে মাস, যেমনঃ 01। DD মানে হচ্ছে দিন। যেমনঃ 22। যদি কারো জন্ম তারিখ ২২ জানুয়ারি ২০০২ সাল হয় তাহলে তাকে এখানে 2002-01-22 লিখতে হবে।
ধাপ ৩ঃ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান

প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হলে পুনরায় একবার যাচাই করে নিন যে আপনার দেওয়া তথ্যগুলো ঠিক-ঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এবার জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করার পালা। এজন্য অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন। অনুসন্ধান করুন বাটনে ক্লিক করার পর পর আপনার কাছে ফলাফল চলে আসবে।
ধাপ ৪ঃ জন্ম নিবন্ধন তথ্য যাচাই
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য এটি সর্বশেষ ধাপ। এ ধাপে আপনি আপনার দেওয়া তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধনে দেওয়া তথ্য যদি সঠিক হয় তাহলে আমাদের ওয়েবসাইট আপনাকে জানিয়ে দিবে আপনার দেওয়া জন্ম নিবন্ধন নাম্বরটি সঠিক এবং আপনি তার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন (নিচের ছবির মতোন দেখতে পারবেন)।

আর যদি সঠিক না হয় কিংবা আপনার দেওয়া জন্ম নিবন্ধন নাম্বারের অনলাইন কপি না থাকলে তাহলে আপনাকে জানাবে আপনার দেওয়া জন্ম নিবন্ধন নাম্বরটি সঠিক নয় (নিচের ছবির মতোন দেখতে পারবেন)। সাথে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন প্রক্রিয়াও পদ্ধতিও জানতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি
আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে থাকে তাহলেই কেবলমাত্র আপনি জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই কপি PDF ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে জন্ম নিবন্ধন যাচাই করে নিতে হবে। যার প্রক্রিয়া ইতিমধ্যে দেখানো হয়েছে। যদি আপনার জন্ম নিবন্ধনটির অনলাইন কপি থেকে থাকে তাহলে আপনি অনলাইন কপি ডাউনলোড করুন নামের একটি অপশন পাবেন। এবার আপনাকে এই অপশন ক্লিক করতে হবে।

অপশনটিতে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। পেজটিতে আপনি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে পারবেন। পাশাপাশি আপনার দেওয়া তথ্যর সংক্ষিপ্ত রূপ এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার বাটন। বাটনটিতে ক্লিক করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে কম্পিউটারের কি-বোর্ডের CTRL+P একসাথে চেপে অনলাইন কপিটি ডাউনলোড করে নিন। কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবিষয়ে বিস্তারিত সকল তথ্য নতুন পেজে পেয়ে যাবে।
জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য দুইটি তথ্য জানা থাকা প্রয়োজন একটি হলো জন্ম নিবন্ধন নাম্বার এবং অপরটি হলো জন্ম নিবন্ধন তারিখ। তথ্য দুইটি থাকলে যেকোন জন্ম তথ্য যাচাই করা সম্ভব। 19860915428117351 নাম্বারটি মূলত একটি ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার। আপনার জন্ম নিবন্ধন নাম্বারটির সাথে এই নাম্বারটি মিল থাকবে না। আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং এই নাম্বারটি ভিন্ন হবে। আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য আপনাকে আপনার নাম্বারটি লিখে অনুসন্ধান করতে হবে।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
আমাদের ওয়েবসাইট jonmonibondhon.org অত্যন্ত অত্যাধুনিক, রেসপন্সিভ, ইউজার ফ্রেন্ডলি। তাই আপনি মোবাইল ব্যবহার করেও আমাদের ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে পারবেন। কিভাবে করবে তা এই পৃষ্টায় বিস্তারিত রয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল সকল ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে সহজে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে নিতে পারবেন। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া –
- Jonmonibondhon.org ওয়েবসাইটে ভিজিট করুন।
- জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন।
- জন্ম তারিখ প্রদান করুন।
- অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
- যাচাই ফলাফল দেখুন।
শেষ কথা
জন্ম নিবন্ধন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবা গ্রহণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি নথিপত্র। সঠিক সময়ে জন্ম নিবন্ধন নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব, যা শিশুর পরিচয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করে। জন্ম নিবন্ধনের সেবাকে আরো সহজতর করার লক্ষ্যে এর সম্পূর্ণ প্রক্রিয়াকে অনলাইনকরণ করা হয়েছে।
জন্ম নিবন্ধন যাচাই, আবেদন, সংশোধন, বাতিল ইত্যাদি জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল কিছু অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইট JonmoNibondhon.Org থেকে এসকল সেবা আপনারা সহজেই পাবেন এবং সাথে কিভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন তা নিয়েও বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসুন, আমরা সকলে জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষিত ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করি।
আমাদের ওয়েবসাইট নিয়ে আপনার কোন মতামত, জিজ্ঞাসা, রিপোর্ট ইত্যাদি থাকলে তা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেস্টা করব আপনাকে যথাযথ ভাবে সাহায্য করা জন্য।